
ডেস্ক: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, স্কাইপের পর এবার হোয়াটসঅ্যাপ-এ যুক্ত হতে যাচ্ছে জিআইএফ (গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট) ইমোজি। অর্থাৎ চ্যাটিং করার সময় পাঠানো যাবে অটো প্লে জিআইএফ। এতে অটোপ্লে ইমোজি পাঠানোতেও আর অসুবিধা থাকবে না।
এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টাইমসের এক খবরে বলা হয়, হোয়াটসঅ্যাপের প্রযুক্তিগত আপডেট সংক্রান্ত ‘The Next Web citing @WABetaInfo’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি টুইট করা হয়।
টুইটে বলা হয়, হোয়াটসঅ্যাপ ফর আইওএস বেটা ভার্সন ২.১৬.৭.১ আপডেটে ব্যবহারকারীরা একে অপরকে ‘অটো-প্লে’ হবে এমন জিআইএফ ইমেজ পাঠাতে পারবেন। জিআইএফ ইমেজ গ্যালারি থেকে সরাসরি চ্যাটবক্সে ওই ইমেজ পাঠানো যাবে। ইমোজি আদান প্রদান ছাড়াও সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে স্কাইপের মত ভিডিও কল করার সুবিধা রয়েছে।
পৃথিবীর প্রায় ১০৯টি দেশের ১০০ কোটি মানুষ দৈনিক নিজেদের ভার্চুয়াল কথোপকথনে ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। মোবাইলের পাশাপাশি ডেস্কটপেও ব্যবহার করা যায় হোয়াটসঅ্যাপ। গত মাসেই চালু হয়েছে ডেস্কটপ থেকেও চ্যাটিং করার নতুন এই সুবিধা।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এমএস