
ডেস্ক: চট্টগ্রামের বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড তদন্তে তার স্বামীকে পুলিশ কর্মকর্তা (এসপি) বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাকে তার শ্বশুর বাড়ি খিলগাঁও মেরাদিয়া ১২০ নম্বর বাসা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের অসমর্থিত সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দেশের একাধিক গণমাধ্যম।
তবে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ডিএমপি সদর দফতরের পাশে পুলিশ কনভেনশন হলে একটি ইফতার পার্টিতে যোগদান করতে সন্ধ্যায় বের হয় বাবুল। শুনেছি আইজিপি তাকে ডেকেছেন। এরপর আর বাসায় ফেরেনি।’
ডিবি পুলিশ বাবুল আক্তারকে আটক করেছে এমন খবর জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাবুল আক্তারকে ডাকলে নিজেই যেতে পারতেন, তাকে এত রাতে কেন ডিবিতে নেয়া হবে। আর জিজ্ঞাসাবাদ করতে হলে রাতেই বা কেন? সঠিক তথ্য আমি জানি না। খোঁজ নিতে হবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/টিএস