
ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জিডিপির যে আকার নির্ণয় করা হয়েছে, তা সঠিকভাবে হয়নি। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এমনটাই জানিয়েছেন।
বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ নিয়ে বিতর্ক আছে। কারণ এবারও বাজেটে জিডিপির ফোরকাস্টিংয়ে (পূর্বানুমান) গলদ রয়ে গেছে।
জাহিদ হোসেন আরো বলেন, ‘জিডিপির আকার ও প্রবৃদ্ধির হার নিয়ে যতই বিতর্ক থাকুক, গত কয়েক বছরে আমাদের অর্জন ভালো। তবে আগামী অর্থবছরের ঘোষিত বাজেট বাস্তবায়নযোগ্য বলে বিশ্বব্যাংক মনে করে।
এ বিষয়ে জাহিদ হোসেন বলেন, পাইপলাইনে যে বৈদেশিক সহায়তা আছে, যদি তা সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিনিয়াও ফানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই