জিপিএ’সহ নম্বর দেখা যাবে ফলাফলে

ঢাকা: এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এখন থেকে জিপিএ’র পাশাপাশি প্রাপ্ত নম্বরও দেয়া হবে।
শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, এ বছরের এইচএসসির ফলাফল থেকে এ প্রক্রিয়া শুরু হবে। যেখানে জিপিএ’র পাশাপাশি নৈর্ব্যক্তিক, ব্যবহারিক এবং রচনামূলকে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আলাদাভাবে দেয়া থাকবে।
এ পদ্ধতি চালু হলে একজন পরীক্ষার্থী অংশ নেয়া পরীক্ষার প্রতিটি অংশের নম্বর আলাদাভাবে জানতে পারবেন উল্লেখ করে তিনি জানান, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই