
ঢাকা: দুই বাংলার দুই জনপ্রিয় নায়ক শাকিব খান ও জিৎ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এক সাথে একই ছবিতে কাজ করতে যাচ্ছেন এই দুই সুপারস্টার। কিন্তু শেষ পর্যন্ত এক সাথে কাজ করা হচ্ছে না শাকিব ও জিৎ’র।
এসকে মুভিজের পর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় নেমেছে পশ্চিমবঙ্গের নায়ক জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট প্রডাকশনস। প্রথম ছবি ‘বস ২’-এর গল্প ও কলাকুশলী চূড়ান্ত, ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে শুটিং। জিৎ চেয়েছিলেন শাকিব খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন। প্রযোজনায় থাকবে জাজ ও গ্রাসরুট। কিন্তু জিতের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানালেন শাকিব।
শাকিব জানান, ‘জিৎ কলকাতার সুপারস্টার, আমি বাংলাদেশের। গল্পে দুজনেরই প্রাধান্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ছবির বাজেট অনেক বেড়ে যাবে। নির্মাণের আগে বাজার মাথায় রাখতে হয়। খরচ করে ছবি বানানো হলো কিন্তু টাকা উঠল না, তাহলে তো হলো না। তাদের জানিয়ে দিয়েছি, বাজার আরেকটু ভালো হোক, তারপর একসঙ্গে কাজ করা যাবে। ’
প্রতিবেদক: আসিফ আলম, সম্পাদনা: ইয়াসিন