
ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম বাংলাদেশের মাটিতে নয় তাই এই মাটির প্রতি তাদের কোনো টান নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে গণভবনে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘তাদের (বিএনপি) কোনো শিক্ষা নেই। তারা দেশের জন্য কী করবে! এদের জন্ম তো বাংলাদেশের মাটিতে হয়নি, সে জন্যে মাটির টানও তাদের নেই।’
তিনি বলেন, ‘জীবনে কী পেলাম, না পেলাম সে চিন্তা করা যাবে না। কাজ করে যেতে হবে। সময়কে কাজে লাগাতে হবে; আদর্শের কর্মী হতে হবে, তেমনি অন্যদেরও দেখতে হবে যেন কেউ বিপথে না যায়।’
বাংলাদেশকে এখন আর কোনো দেশের কাছে হাত পাততে হয় না। আর কোনো দেশকে আমরা এখন দাতা বলি না, উন্নয়ন সহযোগী বলি উল্লেখ করে ছাত্রলীগ নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কেবল রাজনীতি করলে চলবে না। লেখাপড়া করতে হবে; ইতিহাস জানতে হবে। পড়তে হবে বঙ্গবন্ধুর আত্মজীবনী।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। কেউ গৃহহীন থাকবে না।‘ তিনি নিজ-নিজ এলকার গৃহহীন মানুষের তালিকা তৈরি করতে ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন।
গ্রন্থনা ও সম্পাদনা: সজিব ঘোষ