‘জিয়া-মারজানসহ শীর্ষ জঙ্গিরা শিগগিরই ধরা পড়বে’

ঢাকা: গুলশান হামলার মাস্টারমাইন্ড মেজর জিয়া ও নুরুল ইসলাম মারজানসহ শীর্ষ জঙ্গিরা শিগগিরই ধরা পড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল।
রোববার শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই জঙ্গিরা নিয়ন্ত্রণে আছে। সব সময় আমরা তাদের অনুসরণ করে চলেছি। আশা করছি এতে করে মেজর জিয়া-মারজানের মতো শীর্ষ জঙ্গিরাও শিগগিরই ধরা পড়বে।’
আছাদুজ্জামান খান কামাল আরো বলেন, ‘সারা পৃথিবীতেই জঙ্গি আছে। আমাদের এখানেও তারা মাঝে মাঝে আত্মপ্রকাশের চেষ্টা করে। কিন্তু এগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে কারণ নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে। আর সবচেয়ে বড় কথা হলো জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’
প্রতিবেদক: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদ