জুটি বাঁধছেন নাদাল-ফেদেরার

স্পোর্টস ডেস্ক: দুইজনই বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। সুইস তারকা রজার ফেদেরার ও স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল মুখোমুখি হয়েছেন ৩৪ বার। আর প্রতিবারই তাদের দ্বৈরথ দেখার জন্য উন্মুখ ছিলেন বিশ্বের কোটি কোটি মানুষ।
তবে এবার ফেদেরার ও নাদাল ভক্তদের জন্য আসলো নতুন চমক। আগামী বছর ল্যাভার কাপের উদ্বোধনী আসরে একসঙ্গে জুটি বেঁধে খেলবেন এই দুই তারকা।
অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তী রড লেভারের নামানুসারে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি। চলতি বছর জানুয়ারিতে ঘোষিত এই টুর্নামেন্টে ইউরোপের টেনিস তারকারা খেলবেন বিশ্বের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে। সূত্র: ইএসপিএন
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন