
নিজস্ব প্রতিবেদক, ঢাকা; এবার যদি নিজেদের ইমেজে কিছুটা ঠিক করতে পারে বাফুফে, আর অবাক করা খবর সে সম্ভাবনা চূড়ান্ত আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা সফল হতে চলেছে বাফুফের। আগামী জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা।
এর আগে ২০১১ সালে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ খেলেন মেসি-ডি মারিয়ারা।
মঙ্গলবার জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘প্রায় চূড়ান্ত হয়ে গেছে আর্জেন্টিনার প্রস্তাবিত সফর। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। জুনের ফিফা উইন্ডোতে আসতে চায় বলে আমাদের জানিয়েছে তারা। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে আগামী জুনে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে, এটা বলাই যায়।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায়, সেই প্রশ্ন আসে। কাজী সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না।’
২০১১ সালে মেসির দল ঢাকায় এসেছিল এবং প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। দুর্দান্ত ফর্মে থাকলেও ওই ম্যাচে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি।
তবে চার জনকে কাটিয়ে দারুন এক ‘মুভ’ উপহার দিয়েছিলেন। এবার তিনি আসছেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসাবে।