
ঢাকা: জুলাই মাসে জঙ্গি হামলা, হত্যা, ধর্ষণ, নির্যাতন, ছিনতাই, পারিবরিক কলহ, যৌতুক, আত্মহত্যা, সীমান্ত হত্যা, ক্রসফায়ার, সড়ক দুর্ঘটনা, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক সহিংসতা, পানিতে পড়ে এবং বিদ্যুৎপৃষ্টসহ নানা কারণে ৬শ ৬৫ জন নারী, পুরুষ ও শিশু নিহত এবং ৫৮ জন নিখোঁজ হয়েছেন।
এ সময় সারাদেশে ক্রস ফায়ারে নিহত হয়েছেন ২০ জন, ধর্ষণের শিকার হন ২৮ নারী-শিশু এবং পারিবারিক কলহে নিহত ১৯ জন। সব মিলিয়ে শুধু মাত্র জুলাই মাসেই ক্ষতিগ্রস্থ (আহত ও নিহত) হন ৩ হাজার ৫৮৯ জন নারী, পুরুষ ও শিশু।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএমবিএস) পক্ষ থেকে কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাতেমা ইয়াসমিন নিউজনেক্সটবিডি ডটকমকে পাঠানো তথ্যে এসব বিষয় জানা গেছে। দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নাজুক বলে মনে করছে মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই মাসে জঙ্গি হামলা ও ক্রসফায়ারে নিহতের ঘটনা উদ্বেগজনক। এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ও আহত, শিশু ধর্ষণ, গণধর্ষণ, পারিবারিক ও সামাজিক কোন্দলে আহত ও নিহত, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, সামাজিক ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ছিল।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার দাবি মানবাধিকার লংঘন অব্যাহত থাকলে দেশের অগ্রগতি ব্যাহত হয়। অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আইনের সঠিক প্রয়োগ, মানবাধিকার লঙ্গনের ঘটনাগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহন, অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি, নৈতিক অবক্ষয় রোধে বিভিন্ন পর্যায়ে কাউন্সিলিং, আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, ভালো কাজের জন্য পুরষ্কার, সামাজিক সংগঠন গুলোর বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, স্কুল কলেজগুলোতে সচেতনতামূলক কার্যক্রম, মিডিয়ায় এসব পরীক্ষামূলক সম্প্রচার ইত্যাদির মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব বলে মনে করে সংস্থাটি।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ৭৯ ধরনের মানবাধিকার লঙ্গনের ঘটনার তথ্য সংরক্ষণ করে। উল্লেখ্য, জুলাই মাসে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সার্বিক গবেষণা তথ্য মোতাবেক মোট ৩৫৮৯ জন নারী, পুরুষ ও শিশু হতাহতের শিকার হন।
নিউজনেক্সবিডি ডটকম/এফএইচ/এমএস/এসআই