জেএমবির আমীরসহ গ্রেফতার ৫

গাজীপুর: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমীর কানাডা ফেরত রাশেদুজ্জামান রোজসহ ৫ জনকে টঙ্গি ও গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্র্রেফতারকৃত অন্যান্যরা হলেন; আব্দুল হাই, সাহাবুদ্দিন ও ফিরোজ সাইফুল। মঙ্গলবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ বোমা, অস্ত্র ও গোলা বারুদসহ বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন গাজীপুরের হাজীরপুকুর এলাকায় এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।
প্রতিবেদন: প্রতিবেদক, সম্পাদনা: ইয়াসিন