জেএমবি’র উপদেষ্টাসহ ৪ নারী সদস্য আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী বিভাগের উপদেষ্টাসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের একজন জেএমবির নারী বিভাগের উপদেষ্টা, অন্যরা তার সহযোগী। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, তথ্যচিত্র (ডকুমেন্টারি), অডিও ও ভিডিও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার র্যাব-৪ এর মিরপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এসএমএস’এ উল্লেখ করেছে র্যাব।
নিউজনেক্সটবিডি ডটকম/মাহতাব/সাইফুল