
চট্টগ্রাম: জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বুলবুল আহমদ সরকারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন চট্টগ্রাম আদালত। চট্টগ্রামের বাকলিয়া থানার এক হত্যা মামলায় মঙ্গলবার বুলবুলের সাতদিনের রিমান্ড চাওয়া হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক হারুনুর রশিদ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘রিমান্ড শুনানির জন্য দুপুরে জেএমবির এই সদস্যকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। ২০১৫ সালের মে মাসে সংগঠিত এক হত্যা মামলায় বুলবুলের সাত দিনের রিমান্ড চেয়েছিলেন পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা পরিদর্শক শেখ মোহাম্মদ এহেতাশামুল ইসলাম।’
২০১৫ সালের অক্টোবর মাসে পুলিশ সুপার বাবুল আক্তারের নেতৃত্বে কর্ণফুলী থানা এলাকার খোয়াজ নগরে জেএমবি আস্তানায় অভিযান চালিয়ে বুলবুলসহ পাঁচ জঙ্গিকে আটক করা হয়। জঙ্গি বিরোধী অভিযানে নেতৃত্ব দেয়ার কারণে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে জঙ্গিরা হত্যা করতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি জঙ্গি সংগঠনের সদস্য বুলবুলের একটি চিরকুটের বিষয়ে খবর পাওয়া গেছে। এতে তাদের সহযোগী জাবেদ হত্যার বদলা নেয়ার জন্য বাবুল আক্তারসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করার কথা বলা হয়েছে। বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার সঙ্গে বুলবুলের এই চিরকুটের কোন যোগ সূত্র রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/আইকে/এসজি