
চুয়াডাঙ্গা: জেলা প্রশাসক সায়মা ইউনুছের কাছে চরমপন্থী পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। রোববার বিকেলে পূর্ব বাংলা কমিউনিস্ট পাটি এমএল’র আঞ্চলিক নেতা মেজর জিয়াউর রহমান পরিচয়ে এই চাঁদা দাবি করা হয়।
সায়মা ইউনুছ জানান, আনুমানিক আড়াইটার দিকে আমার মোবাইলে একটা ফোন আসে। ফোনটি রিসিভ করতেই অপর পান্ত থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল’র আঞ্চলিক নেতা পরিচয় দিয়ে মেজর জিয়াউর রহমান আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ সময় বলা হয়, পার্টির বেশ কিছু সদস্য বর্তমানে জেল হাজতে মানবেতর জীবন যাপন করছে। তাদের মুক্ত করতে পাটির ৫০ লাখ টাকা দরকার। ইতিমধ্যে ৪০ লাখ টাকা জোগাড় করা হয়েছে। বাকি ১০ লাখ টাকা আপনাকে দিতে হবে। চাঁদার টাকা না দিতে পারলে পরিবারের সবাইকে হত্যা করারও হুমকি দেয়া হয়।
বিষয়টি পুলিশ সুপার রশীদুল হাসানকে অবহিত করলে পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, যে নাম্বার থেকে হুমকি দেয়া হয়েছে সেই নাম্বারটি সনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ। নাম্বারটি ট্রাকিং করে জানা গেছে মাদারীপুর থেকে ফোনটি করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসজি/জাই