
ডেস্ক: বর্তমানে ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর কারাগারের ১০৬ নম্বর কয়েদী বলিউডের সাড়া জাগানো সুপারস্টার সালমান খান। ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন, ২০ বছর আগে এই রাজ্যে সিনেমার শুটিং করতে এসে বিরল প্রজাতির হরিণ শিকারের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ৫ বছরের কারাদণ্ড হয়েছে বলিউডের ভাইজানের।
গত বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার পর থেকেই যোধপুরের কারাগারে আছেন সালমান খান। শুক্রবার সকালেই যোধপুরের বিমানবন্দরে বলিউডের আরেক তারকা প্রীতি জিনতাকে দেখা গেছে। তিনি সাবেক সহকর্মী সালমানের সঙ্গে দেখা করতে এসেছেন বলে জানা গেছে। বলিউড তারকাদের মধ্যে তিনিই প্রথম সালমানের সঙ্গে দেখা করতে এলেন।
এর আগে ২০১৫ সালে মানুষ হত্যার দায়ে সালমান দোষী সাব্যস্ত হওয়ার সময়ও মুম্বাইয়ে তার বাসভবনে প্রথম হাজির হয়েছিলেন প্রীতি। কারাগারে তিনি ২০ মিনিট সালমানের সঙ্গে কাটান। এরপর সালমান খানের দুই বোন আলভিরা এবং অর্পিতা ভাইয়ের সঙ্গে সাক্ষাত করেন।
সালমান খানের প্রতি প্রীতির এই আন্তরিকতায় মুগ্ধ বলিউড ভাইজানের ভক্তরা। তারা এটিকে বন্ধুত্বের উৎকৃষ্ট নিদর্শন হিসেবেই দেখছেন। এবং তাদের প্রিয় শিল্পীর এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য প্রীতির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অনেকে।
প্রসঙ্গত, সালমান খান এবং প্রীতি জিনতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো, চোরি চোরি চুপকে চুপকে, জান ই মান, হার দিল যো পেয়ার করেগা। সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম