
ঢাকা:
এবং হঠাৎ
সুগোল তিমির মতো আকাশের পেটে
বিদ্ধ হলো বিদ্যুতের উড়ন্ত বল্লম!
বজ্র-শিলাসহ বৃষ্টি, বৃষ্টি : শ্রুতিকে বধির ক’রে
গর্জে ওঠে যেন অবিরল করাত-কলের চাকা,
লক্ষ লেদ-মেশিনের আর্ত অফুরন্ত আবর্তন!
— শহীদ কাদরী
এই শহরে বৃষ্টি যেন শহীদ কাদরী’র কবিতার মতো মোলায়েম যন্ত্রণা। বারান্দার গ্রিল ধরে দূর আকাশের শূন্যতায় তাকিয়ে থাকা শিশুদের অসহায় চোখ আর বিবিধ স্বপ্নের অক্ষম ভিজে যাওয়া। ‘জ্যৈষ্ঠস্নাত’ নাগরিক উচ্ছ্বাস ও যন্ত্রণার গল্প শুনাচ্ছেন নিউজনেক্সটবিডি ডটকম-এর ফটো সাংবাদিক জীবন আহমেদ।
‘বৃষ্টিতে ভিজে যাওয়া এই শিশুকে আশ্রয় খুঁজতে দেখা গেল রাজধানীর মালিবাগ এলাকায়’ —নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
বৃষ্টিশেষে স্কুলপথ এই শিশুকে বাবার হাত ধরে রাস্তুা পার হতে দেখা গেল —নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
বৃষ্টিতে ডুবে যাওয়া রাস্তায় গোসল শেষে রোদ পোহাচ্ছেন এক শ্রমিক —নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
হাটু পর্যন্ত ডুবে যাওয়া রাস্তায় রিকশা করে যাচ্ছেন দুই যাত্রী —নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
বৃষ্টি, বৃষ্টি: রাজধানীর মগবাজার এলাকায় ফুটবল খেলায় মেতে উঠেছে একদল শিশু —নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
নিউজনেক্সটবিডি ডটকম/জেএ/তুসা