
ঢাকা: বাংলাবর্ষের ‘মধুমাস’ জৈষ্ঠের সাথে দেখা হচ্ছে হিজরী মাস রমজানের। প্রবাদে আছে ‘খাবারের আগে জল, পরে ফল।’ তাই সারাদিন রোজা রেখে ইফতারে নানা মুখরোচক খাবারের সাথে— এ বছর জনপ্রিয়তা পাবে আম-জাম-কাঠালের মতো অনেক মৌসুমি ফলও। তাই ঢাকা শহরের সকল চেইনশপ, কাঁচাবাজার, ফুটপাত ও সড়কের অলিতে-গলিতে জমে উঠেছে হরেক রকমের ফলের দোকান। পুরনো ঢাকার শ্যামাবাজার এলাকা ঘুড়ে এসে ছবিতে ফলের বাজার সম্পর্কে জানাচ্ছেন নিউজনেক্সটবিডি ডটকম-এর ফটোগ্রাফার জীবন আহমেদ।
‘ভ্যানে সাজিয়ে রাখা পাকা আম পরখ করে দেখছেন দোকানী নিজেই’ — ছবি নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
‘এ বছর কাঠালের বাজারও বেশ রমরমা’ — ছবি নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
‘লটকন সামনে রেখে দূর কোন স্বপ্নের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল এই দোকানীকে’ — ছবি নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
‘প্রিয় খেলনার মতো দোকানে নারকেল সাজিয়ে রাখছেন তিনি’ — ছবি নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
‘কাঠাল হাতে মাঝি। অনিবার্য পরিণতির অপেক্ষায় নৌকার খোলের উপর সাজিয়ে রাখা কাঠাল’ —ছবি নিউজনেক্সটবিডি ডটকম/জীবন আহমেদ
নিউজনেক্সটবিডি ডটকম/তুসা