
ঢাকা: দেশের ‘পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান’ প্রণয়নকারীদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে’।শনিবার ঢাকার বিদ্যুৎ ভবনে ‘স্টিয়ারিং কমিটির বৈঠকে’ মন্ত্রী এ কথা বলেছেন। খবর সরকারি তথ্য বিবরণীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে ‘পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১০’ পর্যালোচনা করে জাইকার সহযোগিতায় মাস্টার প্ল্যান-২০১৬ চূড়ান্ত হচ্ছে। এ লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, ‘বার্ক’-এর চেয়ারম্যান এ আর খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল আলাম আজাদ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নাজিমউদ্দিন চৌধুরী।
তথ্য বিবরণীতে আরো জানানো হয়, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১৬’তে ২০৪১ সাল নাগাদ ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য প্রতিবছর ৬০ মিলিয়ন টন কয়লা ও ৩০ মিলিয়ন টন তেল এবং প্রতিদিন ৪০০০ মিলিয়ন কিউবিক ফিট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির কথাও উল্লেখ রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে