জ্যামে খালেদা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দেন। কিন্তু রাস্তায় জ্যাম থাকায় তার গাড়ি বহর এখনও সাভার স্মৃতিসৌধে পৌঁছতে পারেনি। বেগম জিয়ার গাড়ি বহর এখনও সাভারে জ্যামে আটকে রয়েছে।
সাভার স্মৃতিসৌধ থেকে ফিরে বেগম জিয়ার জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা, পুষ্পক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করার কথা রয়েছে।
খালেদা জিয়ার জ্যামে আটকে থাকা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তার চলাচলে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: মাহতাব