জয়নুল গ্যালারিতে চিত্র প্রদর্শনী

ঢাকা: শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে শুরু হলো সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৫’।
বুধবার বিকেলে চারুকলার জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার, শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন এবং শিল্প সমালোচক মোস্তফা জামান আব্বাসি।
প্রাচ্যচিত্রকলার মূলনীতি বজায় রেখে জলরং ওয়াশ পদ্ধতির কাজ, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বিষয়ক কাজ, পেন্সিল স্কেচ, কালি ও তুলি, অ্যাক্রেলিক, ক্যানভাসসহ বিভিন্ন মাধ্যম ও বিষয়ভিত্তিক কাজ স্থান পেয়েছে প্রদর্শনীতে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই