
জয়পুরহাট: র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাফিনুল ইসলাম ওরফে সাফিন (২৮) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নিহত হয়েছে। সদর উপজেলার দাদরা-জন্তি গ্রাম এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাফিনুল ইসলাম ওরফে সাফিন জেলার জয়পুরহাট পৌর এলাকার দক্ষিণ দেওয়ান পাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত গণমাধ্যমকে জানান, রাত ৩টার দিকে জয়পুরহাটের র্শীষ সন্ত্রাসী সাফিন তার সহযোগীদের নিয়ে জয়পুরহাট সদর উপজেলার দাদরা-জন্তি গ্রাম এলাকায় অবস্থান করছে—এমন খবর পেয়ে র্যাব অভিযানে যায়। র্যাব সদস্যরা দাদরা-জন্তি গ্রামের মামুন পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে সন্ত্রাসী সাফিন র্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছুড়তে থাকে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সাফিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হলে তার অপর সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে ৬টি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছিল।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব