Monday, October 31st, 2016
জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল টাইগাররা
October 31st, 2016 at 1:54 pm
জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল টাইগাররা

ঢাকা: ওয়ানডেতে সিরিজের প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হার। দ্বিতীয় ম্যাচে জয়ের পর শেষ ম্যাচেও সেই একই পরিণতি। এরপর চট্টগ্রামে প্রথম টেস্টেও জয়ের নিশ্বাস দূরত্ব থেকে হার। ইংলিশদের সাথে চলতি সিরিজে শেষ মূহুর্তে এসে অসহায় আত্মসমর্পণ করাটাকে নিয়ম বানিয়ে ফেলেছিল টাইগাররা। তবে শেষ টেস্টে সেই আর করেননি মুশফিক-সাকিবরা। উল্টো ঢাকায় দ্বিতীয় টেস্টে মাত্র তিন দিনেই ইংল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ। সাদা পোশাকের টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে এই জয় একেবারেই অপ্রত্যাশিত নয়। বরং তিনি জানালেন এবার জয়ের পরিকল্পনা নিয়েই  খেলতে নেমেছে তার দল।

ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ সামনে রেখে অনেক আগে থেকেই ছক কষে রেখেছিল বাংলাদেশ। চট্টগ্রাম আর ঢাকার উইকেট কেমন হবে, সেই রেসিপিও দিয়ে দেওয়া হয়েছিল কিউরেটরদের। কোনো রাখঢাক না রেখেই বাংলাদেশ দল জানিয়ে দিয়েছে, টেস্টটা তিন-চার দিনেই শেষ হবে, এমন উইকেটই চেয়েছে তারা। হোম কন্ডিশনের সুবিধা কি ইংল্যান্ড নিজেরা নেয় না? বাংলাদেশ কেন তবে পিছিয়ে থাকবে? সবচেয়ে বড় কথা, এই উইকেটে তো ব্যাটিং করতে হবে বাংলাদেশকেও। বাংলাদেশের স্পিনারদের চেয়ে ইংলিশ স্পিনাররা ভালো করলে নিজেদের ফাঁদেই ধরা পড়তে হতো— এই ঝুঁকি নিয়েও বাংলাদেশ চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত ছিল।

টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারলে আরো ভাল হতো, তবে এ নিয়ে কোন আক্ষেপ নেই মুশফিকের। তিনি মনে করেন, চট্টগ্রাম টেস্টের ভুলগুলো থেকেই মিরপুরে শিক্ষা নিয়েছে তার দল। দুই টেস্ট মিলিয়ে ১৯ উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজের সম্পর্কে বলতে গিয়ে মুশফিক জানান, মিরাজের ব্যাপারটা আগেই জানতাম। আমরা আগে থেকেই পরিকল্পনা করেছি যে ইংল্যান্ড এলে আফগানিস্তানের বিপক্ষে ওকে খেলাব না। বরং ওকে খেলাব ইংল্যান্ডের বিপক্ষে। যাতে ওর সম্পর্কে ইংলিশরা যেন আগে থেকে কোনো কিছু জানতে না পারে।

মিরাজের কথা বলতে গিয়ে তামিমের প্রসঙ্গও টেনে আনলেন মুশফিক। তামিম সম্পর্কে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘তামিম অসাধারণ খেলেছে। ওর যে স্বভাবসুলভ খেলা, চট্টগ্রামে যেটা ও প্রথম ইনিংসে খেলেছে ওটা তো অসাধারণ। তামিম যে দারুণ ফর্মে আছে সেটার পুরো ব্যবহার করেছে। এটা অবশ্যই ভালো দিক।’

গ্রন্থনা: তুহিন


সর্বশেষ

আরও খবর

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


আলেমদের ওপর জুলুম আল্লাহ বরদাশত করবেন না: বাবুনগরী

আলেমদের ওপর জুলুম আল্লাহ বরদাশত করবেন না: বাবুনগরী


সকালে কন্যা সন্তানের জন্ম, বিকালেই করোনায় মায়ের মৃত্যু

সকালে কন্যা সন্তানের জন্ম, বিকালেই করোনায় মায়ের মৃত্যু


করোনায় দেশে একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ড

করোনায় দেশে একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ড


করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১০ হাজার

করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১০ হাজার


জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই জরিমানা

জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই জরিমানা


লকডাউনের নামে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে: ফখরুল

লকডাউনের নামে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে: ফখরুল


ঢাকা-দিল্লি ৫ সমঝোতা স্মারক সই

ঢাকা-দিল্লি ৫ সমঝোতা স্মারক সই


করোনায় আরও ৩৯ মৃত্যু

করোনায় আরও ৩৯ মৃত্যু


করোনায় আক্রান্ত শচীন

করোনায় আক্রান্ত শচীন