
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য না নিয়ে ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন. সাফাদির সঙ্গে বৈঠকের খবর প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছে বিবিসি।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির কমিউনিকেশন ম্যানেজার রাসমুসেল একাত্তরের লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদের কাছে পাঠানো ই-মেইল বার্তায় এই দুঃখ প্রকাশ করেন।
২৮ মে বিবিসি বাংলা বিভাগ মেন্দি সাফাদির উদ্ধৃতি দিয়ে সংবাদ ছেপেছিল, ‘সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছিল।’ কিন্তু বিবিসির ওই প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয়ের কোনও বক্তব্য না থাকায় প্রতিবেদনটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আওয়ামী লীগের পক্ষ থেকে খবরটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়।
বাংলাদেশের চ্যানেল একাত্তর টিভি বলছে তাদের লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদের কাছে ইমেইল পাঠিয়ে খবরটিতে জয়ের বক্তব্য না নেয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিবিসির কমিউনিকেশন বিভাগের ম্যানেজার রাসমুসেল। তবে বিবিসিতে দুঃখপ্রকাশ সংক্রান্ত কোন তথ্য দেখা যায়নি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই