ঝিকরগাছায় আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা

যশোর: জেলার ঝিকরগাছা উপজেলায় আওয়ামী লীগ কর্মী হাসান আলীকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।তিনি উপজেলার গদখালি মঠবাড়ি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ।
ওসি জানান, ভোরে দুর্বৃত্তরা আওয়ামী লীগ কর্মী হাসানের বাড়িতে গিয়ে তাকে ডেকে ঘুম থেকে তুলে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
নিহত হাসান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি বলে জানান ওসি খবির আহমেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই