
ঝিনাইদহ: সদর উপজেলার করাতিপাড়া শ্মশানঘাট এলাকায় অনন্ত গোপাল গাঙ্গুলি (৬৫) নামে এক পুরোহিতকে গলাকেটে হত্যা করেছে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত।
মঙ্গলবার সকালে উপজেলার নলডাঙ্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে নিউজনেক্সটবিডি ডটকমকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল। অনন্ত ওই মন্দিরের পুরোহিত ছিলেন। তার বাড়ি উপজেলার করাতিপাড়ায়।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাচ্ছিলেন তিনি। পথে মহিষাডাঙ্গা গ্রামের মাঠে মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে লাশ দেখে তারা পুলিশে খবর দেন।
ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত হত্যার কোনো কারণ জানা যায়নি।
তবে সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে মিল থাকায় এ ঘটনায় জঙ্গিদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, সকালে বাইসাইকেলে পুরোহিত আনন্দগোপাল একটি মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। পথে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে তার পথরোধ করে তাকে লাঠি দিয়ে আঘাত করে।
লাঠির আঘাতে তিনি পড়ে গেলে দুর্বৃত্তরা তার গলাকেটে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এমএস/এসআই