
ঝিনাইদহ: জেলার সদর উপজেলায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে নিহতের বড় ছেলে অরুণ গোপাল গাঙ্গুলী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এর আগে সকালে ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছেন। এদিকে গতরাতে করতীপাড়া শ্মশানে নিহত আনন্দ গোপাল গাংঙ্গুলীর শেষকৃত্য সম্পন্ন হয়।
ঝিনাইদহ সদর থানার এসআই জিএম আনিসুজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি পুরোহিত, ধর্ম যাজকদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৫ জুন সকালে নাটোরের বনপাড়ায় সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান দোকানিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার মাত্র এক দিন পর ৬ জুন মঙ্গলবার সকাল ৯টার ঝিনাইদহে এ হত্যাকাণ্ডটি ঘটে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ