
ঝিনাইদহ: শৈলকূপা উপজেলার দুধসর আবাসন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।
পুলিশের দাবি ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তরিকুল ইসলাম বলেন, ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপার দুধসর আশ্রয়নের সামনে একদল ডাকাত গাছ ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা করে । সড়কে টহলরত পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসা মাত্র ডাকাতরা তাদের ওপর বোমা নিক্ষেপ করে । এ সময় পুলিশ গুলি ছুঁড়ে ডাকাত দলকে প্রতিহত করার চেষ্টা করে। অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও কিছু সময় পরে ঘটনাস্থলে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি।
এ সময় আহমেদ আলী ও নজরুল ইসলাম নামে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে