ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ঝিনাইদহ: হরিণাকুণ্ড উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।
নিহত ডাকাতের নাম শহিদুল ইসলাম পচা (৪৩)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ফলসি বটতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মনির আহমেদ জানান, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন একদল ডাকাত। এ সময় র্যাবের টহল গাড়ি সেখানে গেলে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে র্যাবে সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে শহিদুল ইসলাম পচা নিহত হন। অন্য ডাকাতেরা পালিয়ে যান।
তিনি জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে