
ঝিনাইদহ: মহেশপুর উপজেলার কাটাখালী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কনস্টেবল সেলিম রেজা ও আহসান হাবিব নামে ২ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, রাত আড়াইটার দিকে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের একটি টহল দলের গাড়ি কাটাখালী এলাকায় পৌঁছালে এক দল ডাকাত তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে মারে।
এ সময় পুলিশ পাল্টা তাদের লক্ষ্য করে গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। দশ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ নিহত এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এছাড়া ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত ২টি শার্টার গান, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি বোমা, ২টি গাছ কাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়। ডাকাতরা গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ