
ঝিনাইদহ: তেতুলবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় অস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের উত্তরের মাঠে এ ঘটনা ঘটে জানান ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান।
নিহতরা হলেন, ঝিনাইদহের বদনপুর গ্রামের রজব আলী বিশ্বাসের ছেলে শহীদ আল মাহমুদ (২৫)। কুষ্টিয়ার আনিস। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
হাসান হাফিজুর জানান, তেতুলবাড়িয়া এলাকায় একদল দুবৃর্ত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশ গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌঁছালে দুবৃর্ত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশের এসআই প্রবীর, সদস্য রাব্বি ও তরিকুল আহত হন।
পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি স্যুটার গান, ২ রাউন্ড গুলি, ৬টি হাসুয়া ও ৫টি বোমা উদ্ধার করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসজি