
ঢাকা: ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলীমের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে আব্দুল আলীমকে বরখাস্তের আদেশ কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে বলে আদালত সূত্র জানায়।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব ও উপ-সচিব, নির্বাচন কমিশন(ইসি), খুলনা বিভাগীয় কমিশনার, ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নাশকতার এক মামলায় চার্জশীট গৃহীত হওয়ায় গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করে।’
এ প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ৭ জুন হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি। ওই রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট প্রজ্ঞাপনের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস/এসআই