
ঝিনাইদহ: মহেশপুর বাঘাডাঙা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীর নাম আলম (২৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আবদুস সামাদের ছেলে। গুলিবিদ্ধ অন্য দুই ব্যবসায়ী হলেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলি ও সালাউদ্দিন। অজ্ঞাত স্থানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, ৫-৬ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের ৫শ গজ অভ্যন্তরে বিএসএফের হামলার শিকার হন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে আলম সহ কয়েকজন আহত হন। তাদের সঙ্গীরা আহতদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা নেওয়ার পথে আলম মারা যান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে