
ঢাকা: জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় জানিয়ে ঝুঁকিভাতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সন্ধ্যায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এর আগে বিকেলে সচিবালয়ের লিফটে তিনি আটকে পড়েন।
নাসিম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। আজও জীবনের ঝুঁকি আছে। সচিবালয়ের আজ লিফটে আটকা পড়ে এ ঝুঁকি বেড়ে গেছে। তাই আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক।’
সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদ মানসিক রোগীদের জন্য ঝুঁকি ভাতা দেয়ার আবেদন জানালে মন্ত্রী তার বক্তব্যের প্রেক্ষিতে নিজের জীবনের ঝুঁকি ভাতার কথা শোনান।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান।
গ্রন্থনা: আবু তাহের, সম্পাদনা: জাহিদুল ইসলাম