
ঢাকা: সমাবেশের অনুমতি না পাওয়ায় বিএনপির অভিযোগের পক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের টকশোতে গণতন্ত্রের ‘ছবক’ না দেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বুধবার বিকেলে রাজধানীতে ৩ নভেম্বর জাতীয় চার নেতার স্মরণে স্বাধীনতা চিকিৎসক পরিষদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘বিএনপিকে সভা সমাবেশের অনুমতি দিলে যে কোন সময় ২০১৩, ১৪, ১৫ সালের মত তান্ডব ঘটাতে পারে। জনগণ যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের স্বীকার হতে পারে। তা হলে কেন তাদের অনুমতি দেওয়া হবে।’ তিনি বলেন, ‘বিএনপি ৭ নভেম্বর সভা করার অনুমতি চেয়েছে। ঐদিন ছিল সৈনিক হত্যা দিবস, মুক্তিযোদ্ধা হত্যা দিবস। কিসের সিপাহী বিপ্লব দিবস?।’
নাসিম আরো বলেন, ‘আপনারা যারা রাতে টিভিতে টকশোতে বসে বিএনপিকে সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না বলছেন। যখন ২১ বছর আমারা ক্ষমতার বাইরে ছিলাম, বিরোধী দলে ছিলাম তখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাটাতারের বেড়া দিয়ে রাখা হয়েছিল। দুই একটা ঘটনা ছাড়া কোথাও সমাবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যেকটি সভা-সমাবেশে লাঠি পেটা করা হয়েছে। তখন আপনারা কোথায় ছিলেন ?’
তিনি বলেন, ‘এখন রাতে টকশোতে বসে গণতন্ত্রের ‘ছবক’ দেন। জিয়া, এরশাদ ও খালেদার সময় কেন কথা বলেন নি? তখন মানবতা কোথায় ছিল? গণতন্ত্র কোথায় ছিল।’ স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘আমরা সভা সমাবেশ করার সময় জনগণ ও নেতাকর্মীদের নিয়ে আমরা বৃষ্টিতে ভিজে, পুলিশের লাঠিপেটা খেয়ে মাঠ দখল করে রেখেছি। সাহস থাকলে মাঠে আসুন। আপনারা সন্ত্রাসী কর্মকান্ড করলে, হেফাজতের মত তান্ডব করলে পুলিশ কি চুমু খাবে?
বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না দাবি করে নাসিম বলেন, ‘বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ হাওয়া ভবনের লোকদের ভোট দিবে না, খুনিদের আশ্রয় প্রশ্রয় দাতাদের ভোট দিবে না।’
যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নিতে বিএনপিকে যারা পরামর্শ দিচ্ছেন, তাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমেরিকায় ওবামা নিজে হিলারির পক্ষে প্রকাশ্যে কাজ করেছেন। ওবামার ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। ট্রাম্প যেভাবে ওবামা সরকারের অধীনে নির্বাচন করে জয়লাভ করেছেন, আপনারাও এই সরকারের অধীনে নির্বাচন করুন।’
এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, ‘সারা বিশ্বের মানুষ শেখ হাসিনাকে মেনে নিয়েছে। মানে না একজন, তিনি ম্যাডাম খালেদা জিয়া। তিনি বলেন এটা অবৈধ সরকার। আসলে তিনি নিজেই অবৈধ।’
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সেনালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ডা. হাবিবে মিল্লাত, ডা. মোস্তফা জালাল মহউদ্দিন, ডা. রোকেয়া সুলতানা, ডা. এম এ আজিজ প্রমুখ।
প্রতিবেদক: ইয়াছিন রানা, সম্পাদনা: ইয়াসিন