
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে প্রথম টি২০ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ এ সিরিজে বেশ অভিজ্ঞ। তবে মুস্তাফিজুর রহমান না থাকায় অন্য বোলারদের তার দায়িত্ব বুঝে নিতে হবে এ ম্যাচে। বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এ ম্যাচে আফগানদের এগিয়ে রাখছেন।
প্রতিষ্ঠিত কোনো শক্তি না হলেও আফগান দলে রয়েছে একঝাক তারা মেলা। রশিদ খান, মুজিব উর রহমানের মতো তারকাদের নিয়ে তাদের স্পিন আক্রমণ। যা টি-টুয়েন্টিতে যে কোনো দলের জন্য ভয়ের কারণ। আফগান ডাকাবুকো ব্যাটসম্যানরাও আবার কম যান না। বাংলাদেশের বোলারদেরও তাই অনেক চ্যালেঞ্জ জয়ের মিশন। টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়েও আবার আফগানিস্তান এগিয়ে। বাংলাদেশের অবস্থান যেখানে ১০, আফগানদের অবস্থান সেখানে ৮।
তবে এর আগে টি-টুয়েন্টিতে দুই দল একবারই মুখোমুখি হয়েছে। ২০১৪ সালে নিজেদের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপের সে ম্যাচে আফগানদের একরম গুড়িয়ে দিয়েছিল টাইগাররা। আফগানদের মাত্র ৭২ রানে অল আউট করে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।
এম্যাচে দারুণ একটা মাইলফলক সামনে রেখে মাঠে নেমেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। মাত্র ২ উইকেট লাভ করলেই তিন সংস্করণ মিলিয়ে ১০ হাজার রানের সঙ্গে ৫০০ উইকেটের মালিক হবেন সাকিব। মাইফলকের অপেক্ষায় রশিদ খানও। ১ উইকেট পেলে সময়ের হিসেবে যিনি দ্রুততম ৫০ উইকেট শিকারের কীর্তি গড়বেন। ওদিকে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ নবী। ৩৯ রান করতে পারলে যিনি টি-টুয়েন্টিতে ১ হাজার রানের সঙ্গে ৫০ উইকেটের ভাগিদার হবেন।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও আবু জায়েদ।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান