
স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত স্টিভ রোডসকেই বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো। বাংলাদেশের নতুন কোচ হিসেবে স্টিভ রোডসের নাম ঘোষণা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
তিনি জানিয়েছেন, ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ইংলিশম্যান রোডসকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি চূড়ান্ত করেছে বোর্ড।
বাংলাদেশের নতুন কোচ ৫৩ বছর বয়সী রোডস ছিলেন মূলত উইকেটকিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১টি টেস্ট, ওয়ানডে মাত্র ৯টি। তবে খুব একটা উজ্জ্বল নয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ১১ টেস্টে ২৪.৫০ গড়ে করেছেন ২৯৪ রান। আর ৯টি ওয়ানডেতে করেছেন ১০৭ রান, গড় ১৭.৮৩। অবসরের পর ২০০৫ সালে ওস্টারশায়ারের কোচ হিসেবে যোগ দেন। পরে ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেন।
রোডসের এটাই কোনো জাতীয় দলের প্রথম দায়িত্ব নেওয়া। এর আগে ইংলিশ কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে কাজ করে নজর কেড়েছিলেন সাবেক এই টেস্ট খেলোয়াড়। মাঝারি মানের দলকে সাফল্য এনে দেওয়ায়ও সুখ্যাতি আছে। যদিও তাঁর সব অভিজ্ঞতা ইংলিশ কাউন্টি ঘিরে। উপমহাদেশের ক্রিকেট নিয়ে আগে কাজ করেননি। তবে আপাতত এটাই বাংলাদেশের বেশি কাজে আসতে পারে। ২০১৯ বিশ্বকাপ তো ইংল্যান্ডেই। রোডসের অভিজ্ঞতা বাংলাদেশকে পথ দেখাবে।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান