টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফররত ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০৮ রানে ইংল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ।
শেখ হাসিনা তার অভিনন্দন বার্তায় দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে পরাজিত করায় সকল খেলোয়াড়, কোচ, দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাসহ সংশ্লিষ্টকে সকলকে অভিনন্দন জানান।
এদিকে বাংলাদেশে সফররত ইংল্যান্ড ক্রিকেট দলকে দ্বিতীয় টেস্টে ১০৮ রানে পরাজিত করে সিরিজে ১-১ সমতা আনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েল্থ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহি কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ