
টোকিও: টাইফুন মিন্ডল সোমবার জাপানের রাজধানী টোকিওতে সরাসরি আঘাত হানতে পারে। এর প্রভাবে তীব্র বাতাস ও বৃষ্টির কারণে প্রায় ৪শ ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার দুপুর নাগাদ টোকিওতে আঘাত হানতে পারে মিন্ডল। টোকিও হয়ে এটি উত্তরাঞ্চলীয় টোহোকু অঞ্চলের দিকে যাবে।
ঘণ্টায় ১৮০ কিলোমিটার তীব্র বাতাস নিয়ে বয়ে আসছে টাইফুনটি। মিয়াকি দ্বীপ থেকে সোমবার সকালে ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এটি উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।
দুই হাজার ৬শ বাসিন্দার পর্যটন, কৃষি ও মৎস্য আহরণ সমৃদ্ধ মিয়াকি দ্বীপে টাইফুনের আঘাতে কোন ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
টোকিওতে টাইফুন মিন্ডলের আঘাতে ভূমিধস, নিম্ন এলাকায় বন্যা, নদীর পানি বৃদ্ধি ও তীব্র বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস সংস্থা।
টাইফুন এর কারণে দেশব্যাপী বিভিন্ন বিমান সংস্থার ৩৮৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বেশিরভাগ ফ্লাইট টোকিও মুখী বা টোকিও থেকে ছেড়ে যাওয়ার ছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন ও সম্পাদনা: সাইফুল ইসলাম