
ঢাকা: ইউরো-২০১৬ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলর ম্যাচে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে পোল্যান্ড। টাইব্রেকারে পোল্যান্ডের হয়ে গোল করেন রবার্ট লেভানদোভস্কি, মিলিক, কামিল গ্লিক, জাকুব ব্লাসেসকোস্কি ও ক্রিকোভিয়াক। সুইজারল্যান্ডের হয়ে বল জালে পাঠান স্টেফান লিখস্টাইনার, জেরদান শাকিরি, ফাবিয়ান সার ও রিকার্দো রদ্রিগেজ।
দলের হয়ে দ্বিতীয় শট নেওয়া গ্রানিট জাকা বাইরে মারেন। তার এই ব্যর্থতাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
এর আগে শনিবার সাঁতে ইচেনায় ম্যাচে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর প্রাণবন্ত ফুটবল উপহার দিয়েছে দুই দল। প্রথম ৯০ মিনিটে দুই দল মিলিয়ে গোলে শট নেয় ৪১টি, তার ১২টি ছিল লক্ষ্যে। এর মাত্র দুটি গোলরক্ষককে ফাঁকি দিয়ে পৌঁছায় জালে। দুই দলের খেলোয়াড়রা কোনো চেষ্টাই বাদ রাখেননি। কখনও দূর থেকে আচমকা শটে চেষ্টা করেছেন, কখনও ডি বক্সের ভেতর থেকে গোলের খোঁজ করেছেন।
৩৯তম মিনিটে পাল্টা-আক্রমণ থেকে এগিয়ে যায় পোল্যান্ড। কামিল গ্রোসিচকির শটে মিলিকের ‘ডামি’ সুযোগ তৈরি করে দেয় ব্লাসেসকোস্কিকে। তার জোরালো শট আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে জালে জড়ায়। সমতা ফেরাতে মরিয়া সুইসদের ৮২ মিনিটে উল্লাসে মাতান শাকিরি; অসাধারণ এক বাইসাইকেল কিকে দলকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধের বাকি সময়ে গোল পায়নি কোনো দলই। ৩০ মিনিটের অতিরিক্ত সময়েও জাল খুজে পাননি দুই দলেরে কেউই। তাই শেষ আটে পৌঁছানোর লড়াই গড়ায় টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে পোলিশরাই।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস