টাঙ্গাইলে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাস চাপায় মোটরসাইকেলে থাকা ৩ জন নিহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন এই ঘটনা নিশ্চিত করে জানান, দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্বগামী একটি লোকাল বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হন।
ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ তিনটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান