
টাঙ্গাইলে: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ব্যালট পেপার ছিনতাইকালে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। বুধবার দিবাগত রাত ৩টা দিকে গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য কেন্দ্রে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।
ঘাটাইল থানার ওসি মো. মহিউদ্দিন জানান, এক প্রার্থীর সমর্থকরা ভোরে ব্যালট পেপার ছিনতাই করে জাল ভোটে বাক্স ভরার চেষ্টা করলে অন্য প্রার্থীর কর্মীরা বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাউদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছোড়ে জানিয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, “একজন মারা গেছে বলে শুনেছি। তার লাশ পাওয়া গেছে পাশের ফুলবাড়িয়া এলাকায় ময়মনসিংহের মধ্যে। সে পুলিশের গুলিতে মারা গেছে কি না আমরা নিশ্চিত নই।”
নিহত মালেক মিয়া (৩২) গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে। মালেকের ভাইয়ের স্ত্রী বুলবুলি বেগম সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান