
ঢাকা: টানা দ্বিতীয় জয়ে ইউরো ২০১৬েআসরের শেষ ষোলোতে উঠে গেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন হতালি। ১-০ গোলের এই হারে নকআউট পর্বে ওঠার পথে বড় ধাক্কা খেল ইউরোপের আরেক জায়ান্ট সুইডেন। গ্রুপের শেষ ম্যাচে সুইডিশদের প্রতিপক্ষ ফিফা র্যাংকিংয়ে ইউরোপ সেরা দল বেলজিয়াম।
দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া ইতালির গ্রুপ অব ডেথ হিসেবে বিবেচিত ‘ই’ গ্রুপের কমপক্ষে রানার্সআপ হওয়াটা নিশ্চিত হয়ে গেল।
ফ্রান্সের তলুসে উত্তেজনাবিহীন প্রথমার্ধের ফুটবলের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠার ইঙ্গিত মেলে। কিন্তু গোলের ভালো কোনো সুযোগ তৈরি হয়নি তখনো। ৮২তম মিনিটে ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগটি পায় ইতালি। এমানুয়েলে জাক্কেরিনির দারুণ ক্রসে লাৎসিওর মিডফিল্ডার মার্কো পারোলোর হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লাগে।
ছয় মিনিট পরেই আসে এদেরের সেই অসাধারণ গোল। বাঁ-দিক থেকে বল পায়ে প্রতিপক্ষের তিন জনের মধ্যে দিয়ে অনেকটা আড়াআড়ি দৌড়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। দুই মিনিট পরেই ব্যবধান বাড়তে পারতো; তবে পিএসজির মিডফিল্ডার থিয়াগো মোত্তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস