
ঢাকা: টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) বরাদ্ধের ৮০ ভাগই চুরি হয়- তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি জেএন দেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। পরে রিট আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় খারিজ করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ।
তথ্যমন্ত্রীর বক্তব্য বিচার বিভাগীয় তদন্ত করার দাবি নিয়ে ২৫ জুলাই রিট করেছিল সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী। তা আজ (মঙ্গলবার) খারিজ করেন আদালত। জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
টিআর-কাবিখার অর্ধেক বরাদ্দ সংসদ সদস্যদের পেটে চলে যায়- তথ্যমন্ত্রী ২৪ জুন রোববার এক অনুষ্ঠানে এমন বক্তব্য দেন। রিটে মন্ত্রী পরিষদ সচিব, খাদ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দূর্যোগ ব্যবস্থাপনা সচিব, কৃষি সচিব, অর্থ সচিব এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বিবাদী করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস/হাজি/এসজি