Monday, June 20th, 2016
‘টিকিট আছে’ ‘টিকিট নেই’
June 20th, 2016 at 12:22 pm
‘টিকিট আছে’ ‘টিকিট নেই’

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি সোমবার সকালে শুরু হয়েছে। কিন্তু সাধারণের সঙ্গে কথা বলে জানা গেছে বেলা সোয়া এগারোটা নাগাদ কাউন্টার থেকে বলা হচ্ছে ‘টিকিট নেই।’ সকাল সাড়ে ৭টা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টিরও বেশি রুটে এই অগ্রিম টিকিট বিক্রি হয়।

কথা হলো, উত্তরবঙ্গের আটোয়ারি থানার টিকেট প্রত্যাশী মোহাম্মদ ইয়াকুব আলীর সঙ্গে। তিনি জানান,  সকাল ৯টায় লাইনে দাঁড়ান তিনি। তবে ১১টার কিছু পরে শুনলেন টিকিট নেই। তার অভিযোগ, ‘টিকিট আছে ঠিকই, কিন্তু দিচ্ছে না, বেশি দামে বিক্রি হবে পরে।’

gabtoli 1 0

দিনাজপুরের বেলাল হোসেন একজন বেসরকারি কর্মকর্তা। তিনি বলেন, ‘ভোর ৬টায় লাইনে দাঁড়িয়েছি। আশা করছি টিকিট পেয়ে যাবো। ভোগান্তি এড়ানোর জন্যই এতো সকালে আসা। টিকিট পেতেই হবে।’ এদিকে অনেকেই টিকিট পেয়ে বেজায় খুশি। সায়েম ও ফাহাদ সেহেরি খেয়েই টিকিটের জন্য দাঁড়িয়েছিলেন। তারা তাদের প্রয়োজন অনুযায়ী হানিফ পরিবহনের তিনটি টিকিট পেয়েছেন।

তারা বলেন, ‘বহু কাঙ্ক্ষিত টিকিট। এবার সবাই একসাথে যাবো।’ বেশ কিছু কাউন্টারে কথা বলে জানা যায়,   ঈদ উপলক্ষে আগামী ৩ ও ৪ জুলাইয়ের টিকিটের চাহিদা খুব বেশি। তাই সবাই ওই দিনের টিকিট খুঁজছেন। ৪ জুলাইয়ের টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে হয়ে গেছে।

gabtili 2 0

গত সপ্তাহে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ঈদে ঘরমুখোদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় আজ। তবে বিআরটিসির বাসের অগ্রিম টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। সোমবার সকালে গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে টিকেট প্রত্যাশীদের দীর্ঘলাইন দেখা যায়। অনেকে ভোর থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন। টিকিটের আশায় অনেকে আবার দল বেঁধে চলে এসেছেন কাউন্টারে।

নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এমএস /এসআই


সর্বশেষ

আরও খবর

চীন-ভারত বৈরিতা নতুন করে জঙ্গিবাদ  উত্থানের সম্ভাবনা তৈরী করেছে

চীন-ভারত বৈরিতা নতুন করে জঙ্গিবাদ উত্থানের সম্ভাবনা তৈরী করেছে


শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন: ‘পুতুল’ খেলার আঙিনায় বেজে উঠুক ‘জয়’র বাঁশি

শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন: ‘পুতুল’ খেলার আঙিনায় বেজে উঠুক ‘জয়’র বাঁশি


২৫ সেপ্টেম্বর ১৯৭৪, জাতিসংঘে বঙ্গবন্ধু

২৫ সেপ্টেম্বর ১৯৭৪, জাতিসংঘে বঙ্গবন্ধু


ভাইরাসের সাথে বসবাস

ভাইরাসের সাথে বসবাস


লন্ডন ফিরছেন আইএস বধু ব্রিটিশ-বাংলাদেশী শামীমা বেগম!

লন্ডন ফিরছেন আইএস বধু ব্রিটিশ-বাংলাদেশী শামীমা বেগম!


তাসের ঘর : দুর্দান্ত স্বস্তিকায় নারীমুক্তি?

তাসের ঘর : দুর্দান্ত স্বস্তিকায় নারীমুক্তি?


সৌন্দর্যসেবায় আয় কমেছে সবার: বেকার ৪০ শতাংশ উদ্যোক্তা-কর্মী

সৌন্দর্যসেবায় আয় কমেছে সবার: বেকার ৪০ শতাংশ উদ্যোক্তা-কর্মী


১৯৭১ ভেতরে বাইরে সত্যের সন্ধানে

১৯৭১ ভেতরে বাইরে সত্যের সন্ধানে


বঙ্গবন্ধু হত্যাকাণ্ডঃ জিয়া-এরশাদ-খালেদা কর্তৃক খুনিচক্রের স্বার্থরক্ষা

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডঃ জিয়া-এরশাদ-খালেদা কর্তৃক খুনিচক্রের স্বার্থরক্ষা


বঙ্গবন্ধুকে হত্যা, কথা বলছে ইতিহাস!

বঙ্গবন্ধুকে হত্যা, কথা বলছে ইতিহাস!