
ক্যানবেরা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পাননি গ্লেন ম্যাক্সওয়েল। তাকে ছাড়াই ১৫ সদস্যের দল নিয়ে লঙ্কায় সফরে এসেছিল অজিরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় আছে সফরকারীরা। ওয়ানডে সিরিজ শেষেই স্বাগতিকদের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আগামি ৬ ও ৯ সেপ্টম্বর ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।
আসন্ন এ সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার ১৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি স্পেশালিষ্ট খ্যাত ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের সঙ্গে দলে ফিরেছেন আরেক হার্টহিটার ব্যাটসম্যান ক্রিস লিনও। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।
এছাড়া স্কট বোল্যান্ড, ট্রাভিস হেড, মইসেস হেনরিকস ও শন মার্শও দলে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা উসমান খাজা, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ অবশ্য দলে জায়গা পাননি। নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথকে বিশ্রাম দেওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে বাকি তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, শন মার্শ, ট্রাভিস হেড, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মইসেস হেনরিকস, পিটার নেভিল (উইকেটরক্ষক), জেমস ফকনার, জন হ্যাস্টিং, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও স্কট বোল্যান্ড।
প্রথম টি-টোয়েন্টি- ৬ সেপ্টেম্বর, পাল্লেকেলে। দ্বিতীয় টি-টোয়েন্টি- ৯ সেপ্টেম্বর, কলম্বো।
প্রতিবেদন: কবিরুল ইসলাম, সম্পাদনা: মাহতাব শফি