
ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে বিসিবি। চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন স্ট্যান্ডবাইয়ে থাকা সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। তাঁদের জায়গা করে দিয়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
প্রাথমিকভাবে ঘোষিত দলে স্ট্যান্ডবাইয়ে সৌম্য ও শরীফুল ছাড়াও স্ট্যান্ডবাইয়ে ছিলেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন। এখন সাব্বির ও সাইফউদ্দিন স্ট্যান্ডবাইয়ে থাকবেন কি না, সেটি নিশ্চিত করেনি বিসিবি।
শুক্রবার রাতে বিসিবি থেকে ই-মেইলের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্বকাপ বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেট কিপার, সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন