টুইটার প্রধানের প্রোফাইল হ্যাক!

ডেস্কঃ মার্ক জুকারবার্গের পর এবার সাবেক টুইটার প্রধান ইভান উইলিয়ামসের প্রোফাইল চুরি করলো হ্যাকার দল ‘আওয়ার মাইন টিম’। জুকারবার্গের একাউন্ট হ্যাক হওয়ার পর হ্যাকার দলটির টুইটার একাউন্ট বন্ধ করে দেয় টুইটার কতৃপক্ষ। তার প্রতিশোধ নিতেই তাদের এই পদক্ষেপ বলে ধারণা করছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা।
‘জুকারবার্গের একাউন্ট হ্যাক হওয়ার পর দলটির টুইটার একাউন্ট বন্ধ করে দেয় টুইটার কতৃপক্ষ’
কিছুদিন আগে চুরি হয়ে যাওয়া অজস্র লিঙ্কডইন অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড থেকে এসকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড হাতিয়ে নেয় হ্যাকার দলটি। ইতিমধ্যে চুরি হওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার এবং প্রয়োজনে অ্যাকাউন্ট অচল করে দেয়ার কার্যক্রম শুরু করেছে লিঙ্কডইন কর্তৃপক্ষ।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস