
চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতিবারের ন্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে চট্টগ্রামের ঐতিহ্যবাহি মেজবানের আয়োজন করা হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগর সভাপতি সাবেক সিটি মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ব্যবস্থাপনায় এ আয়োজন করা হবে।
১৫ আগস্ট সোমবার সকাল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ত্রিশ হাজার লোকের মেজবান শুরু হবে বলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের জন্য বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দশ হাজার লোকের মেজবানের আয়োজন থাকবে।
এই উদ্যোগের ব্যবস্থাপনায় বুধবার ১০ আগস্ট এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী একান্ত সচিব মুহাম্মদ ওসমান গণির নেতৃত্বে মোহাম্মদ হোসেন বাবুর্চিসহ দশ জনের অগ্রবর্তী দল টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন।
সেখানে জেলা প্রশাসন, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করছেন।
শুক্রবার মেজবান আয়োজনের জন্য বয়-বেয়ারাসহ ১১০ জনের একটি দল টুঙ্গিপাড়ার উদ্যেশে রওয়ানা হবেন।
এছাড়াও ১৪ আগস্ট নগরীর জমিয়তুল ফালাহ্ ময়দান থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বাদ জোহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বাস, মাইক্রো, জিপ ও কার নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।
তারা সেখানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর মাজারে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশ নেবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই