
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গোলা-বারুদসহ নুরুল আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর সদস্যরা। র্যাবের দাবি, নুরুল আলম ডাকাত দলের সর্দার। তার নামে টেকনাফ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে।
বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ডাকাত সর্দার নুরুল আলমকে আটক করা হয়। এ সময় আটটি দেশীয় অস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক নুরুল আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। তার নামে টেকনাফ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে।
এ ব্যাপারে দুপুরে র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
সম্পাদনা: জাবেদ চৌধুরী