টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম: টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টেকনাফের নেটংপাড়া এলাকার নাফ নদীর পাশে কেওড়া বাগান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. মোহসিন রেজা জানান, বিজিবির একটি টহল দল ইয়াবা বহনকারী দুই ব্যক্তিকে ধাওয়া করলে তারা ইয়াবা প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে ইয়াবাগুলো উদ্ধার করে ব্যাটালিয়নের সদর দফতরে রাখা হয়েছে। পরবর্তীতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
প্রতিবেদন: প্রতিবেদক, সম্পাদনা: ইয়াসিন